আমাদের কথা খুঁজে নিন

   

তাজরীন মালিকের দেশত্যাগ ঠেকানোর নির্দেশ

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল-হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ রোববার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এই আদেশ দেয়।
স্বরাষ্ট্রসচিবকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
তাজরীনের মালিক দেলোয়ার হোসেনকে আগামী ৩০ মে আদালতে হাজির করতে স্বরাষ্ট্র সচিব, শ্রম সচিব, বিজিএমইএ সভাপতি, পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে আদালত একটি রুল জারি করেছে। মালিকের ‘ইচ্ছাকৃত অবহেলায়’ ১১২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তারে বিবাদীদের ‘নিষ্ক্রিয়তা’ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে।


তাজরীন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, সাভার ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কেন নির্দেশনা দেয়া হবে না, তাও জানতে চেয়েছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, শ্রম সচিব, বিজিএমইএ সভাপতি, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, সাভার ও আশুলিয়ার ওসি, তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ও ঢাকা বিভাগীয় সহকারী পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
নৃ-বিজ্ঞানী নাজনীন আকতার বানু, সায়েদা গুলরুখ কামাল ও মাহমুদুল হাসান সুমনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া গত ২৮ এপ্রিল এই রিট আবেদন করেন।
গত বছর ২৪ নভেম্বর তাজরীনে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক শ্র্রমিক প্রাণ হারান, পুড়ে যাওয়ার কারণে যাদের অনেকেরই পরিচয় জানা যায়নি।  
আগুন লাগার সময় কারখানার কলাপসিবল গেইটে তালা থাকায় হতাহতের সংখ্যা এতো বেড়েছে বলে অভিযোগ করেন বেঁচে যাওয়া শ্রমিকরা।


আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন, অ্যাডভোকেট বিএম ইলিয়াস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
জ্যোতির্ময় বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৭ এপ্রিল প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য তাজরীন মালিককে দায়ী করা হয়। কিন্তু এরপরও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।
“রানা প্লাজার গার্মেন্টস মালিকরা গ্রেপ্তার হলে তাজরীন মালিক কেন গ্রেপ্তার হবে না।

উভয়ের অবহেলার ধরন একই । ”
অগ্নিকাণ্ডের  ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হলেও তাতে দেলোয়ারকে আসামি করা হয়নি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.