তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন বাতিল করে ১৫ দিনের মধ্যে তাকে হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া জামিনের বিষয়ে পদ্ধতিগত ত্রুটির কারণে দুই বিচারিক হাকিমের কাছে বাখ্যাও চাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের পুনর্বিবেচনার আবেদনের শুনানি করে ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল মজিদ এই আদেশ দেন।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।
ওই ঘটনার মামলায় গত ২২ ডিসেম্বর তাজরীন চেয়ারম্যান মাহমুদা, তার স্বামী ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনসহ ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি, যাতে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী 'অপরাধজনক নরহত্যা' ও 'অবহেলার কারণে মৃত্যুর' অভিযোগ আনা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।