গত বছর ২৪ নভেম্বরে তাজরীন ফ্যাশানসে ভয়াবহ আগুনে অন্তত ১২৩ জনের মৃত্যু হয়।
ওই ঘটনায় নিহত শ্রমিক রেহানা বেগমের ভাই মো. মতিন বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে এই মামলা দায়ের করেন।
মামলায় তাজরীন মালিক ছাড়াও অজ্ঞাত পরিচয় ২০ থেকে ৩০ জনকে আসামি করেছেন তিনি।
জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান বাদির জবানবন্দি শুনে আশুলিয়া থানার পরিদর্শককে (তদন্ত) ঘটনার তদন্ত করে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
এ আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত শ্রমিক রেহানা বেগমের বাড়ি রাজবাড়ী জেলায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।