সাভারের আশুলিয়ায় 'তাজরীন ফ্যাশনস'-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ১৩ মাস পর ওই পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন ও চেয়ারম্যান মাহমুদা আক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সিআইডির ইনস্পেক্টর এ কে এম মহসীন উজ জামান খান আজ রবিাবর ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ওয়াসিম শেখের আদালতে এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৪ ও ৩০৪ (ক) ধারা অনুযায়ী 'অপরাধজনক নরহত্যা' ও 'অবহেলার কারণে মৃত্যুর' অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, গত বছর ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসে ওই অগ্নিকাণ্ডে অন্তত ১১২ জন নিহত এবং দুই শতাধিক শ্রমিক আহত ও দগ্ধ হন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।