আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল বিশ্বকাপ নিয়ে একটা চিত্রনাট্য

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

বিশ্ব কাপ জ্বরে আমরা একটু বেশিই কাঁপলাম। সেই কাঁপাকাঁপি নিয়ে একটা ছোট চলচ্চিত্র তৈরির পরিকল্পনা হয়েছিল। তবে সেটা যার পরিকল্পনা, তিনি আর বাস্তবায়ন করেন নি। যাক গে, আপনাদের সাথে শেয়ার করলাম চিত্রনাট্যটা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র : হুজুগ কাহিনী ও চিত্রনাট্য : শাহজাহান শামীম দৃশ্য -০১ আউটডোর।

বাড়ির ছাদ। দুপুর। (আবির ও নাফিজ নামে ২ জন তরুণ একটা ব্রাজিলের পতাকা ও বাঁশ নিয়ে আসে। তারা ছাদের এক কোণায় বাঁশ লাগিয়ে পতাকা টানায়। পতাকা উড়িয়ে তারা খুশি মনে পতাকার দিকে তাকিয়ে থাকে।

কিছুণ পর রিয়াজ, সালাম ও অন্তু নামে ৩ জন ছেলে আসে। তাদের হাতে আর্জেন্টিনার পতাকা এবং বাঁশ। ওরা ছাদে এসেই থমকে যায়। আবির ও নাফিসকে দেখে, ব্রাজিলের পতাকা দেখে। তারপর বিপরীত দিকের কোণায় বাঁশ ও আর্জেন্টিনার পতাকা নিয়ে টানাতে যায়।

) আবির তোরা এই ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে পারবি না। রিয়াজ কেন ? ছাদ কি তোদের একার নাকি ? আবির আমি বললাম, এই ছাদে আর্জেন্টিনার পতাকা লাগবে না। (রিয়াজ, সালাম ও অন্তু তাদের কথা শোনে না। তারা পতাকা লাগাতে থাকে। বাধা দিতে যায় আবির।

ওকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রিয়াজ। ভয়ে নাফিজ পালিয়ে যায়। আবির ছাদে পড়ে থাকে। রিয়াজ, সালাম ও অন্তু আর্জেন্টিনার পতাকা লাগিয়ে উড়িয়ে দেয়। ) রিয়াজ (আবিরকে) পতাকা লাগালাম, যদি পতাকা না থাকে, তাহলে ধরে নেব, তোরা পতাকা সরিয়েছিস।

তার ফল ভালো হবে না। (চলে যায় রিয়াজ, সালাম ও অন্তু। ছাদের উপর পড়ে থেকেই তাদের চলে যাওয়া দেখে আবির। ) কাট টু। দৃশ্য - ০২ আউট ডোর।

বাড়ির ছাদ। বিকাল। (রিয়াজ একা ছাদে আসে। এসে দেখে আর্জেন্টিনার পতাকা নেই। সে এসে ব্রাজিলের পতাকা নামিয়ে ফেলে।

বাঁশ ও পতাকা ফেলে দেয়। ) কাট টু। দৃশ্য - ০৩ আউটডোর। রাস্তা। সকাল।

( রিয়াজ ও সালাম হেঁটে যাচ্ছে। হঠাৎ কোত্থেকে একটা লাঠি নিয়ে হাজির হয় আবির। তাড়া করে ওদের দুজনকে। ওরা দু’জন ভয় পেয়ে দৌড়ে পালায়। ) দৃশ্য - ০৪ (এবার রিয়াজ, সালাম ও অন্তু আর্জেন্টিনার পতাকা লাগাতে থাকে।

ব্রাজিলের পতাকা নিয়ে আসে আবির ও নাফিজ। ) সালাম এই ছাদে ব্রাজিলের পতাকা লাগাতে পারবি না। এই ছাদ আমাদের। আবির আমি লাগাবই। পারলে ঠেকা।

( আবির ও নাফিজ ব্রাজিলের পতাকা লাগাতে যায়। রিয়াজ, সালাম ও অন্তু এসে বাধা দেয়। তাদের মধ্যে মারামারি লেগে যায়। ) ডিজলভ। দৃশ্য - ০৫ ইনডোর।

ড্রয়িংরুম। রাত। (ওরা পাঁচ জন চারপাশে মুখ নিচু করে বসে আছে। তাদের সামনের একটা সোফায় বসে আছে বাড়িওয়ালা। ) বাড়িওয়ালা বাড়িটা আমার।

তোমরা আমার ভাড়াটিয়া। তোমরা আর্জেন্টিনা আর ব্রাজিল কইরা মারামারি করতাছ। এই দুইটা দলের একটাও যদি বিশ্ব কাপ না জিতে তাইলে কী করবা ? মারামারি কইরা বিশ্ব কাপ জিতাইবা। খেলা কি মারামারি করার বিষয় ? শোন, এখন থিকা আমার বাড়ির ছাদে কোন দেশের পতাকা লাগাইতে পারবা না। লাগাইতে হইলে আমার অনুমতি লাগব।

আমি এইখানে মারামারি হইতে দিতে পারি না। এখন যাও। (ওরা উঠে বেরিয়ে যেতে থাকে এমন সময় বাড়িওয়ালা ডাকে) বাড়িওয়ালা শোন, পতাকা লাগানো বন্ধ করণে তোমাগো মন খারাপ হইছে। পতাকা লাগাইতে পারবা। তবে মারামারি করতে পারবা না।

সব দেশের পতাকা আমরা একসাথে উড়ামু। (ওরা হুররে বলে হৈ চৈ করে ওঠে) দৃশ্য - ০৬ আউটডোর। ছাদ। সকাল। ব্রাজিল ও আজেন্টিনার পতাকা এক সাথে পতপত করে উড়ছে।

ফেড আউট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.