গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।
আকাশ জুড়ে মেঘ করেছে সূয্যি গেছে পাটে
খুকু গেছে জল আনতে পদ্ম দীঘির ঘাটে।
পদ্ম দীঘির কালো জলে হরেক রকম ফুল
হাঁটুর নীচে দুলছে খুকুর গোছা ভরা চুল।
চুলের দায়ে খুকু মণির পথ চলা ভার
জল আনতে খুকু মণি যায় না যেন আর।
কবিতাটা ছোট বেলা কোথায় পড়েছিলাম মনে নেই।
কার লেখা তাও মনে নেই। শুধু এই লাইনগুলো মনে আছে। ঠিকঠাক মনে আঝছ কিনা তাও জানিনা। সুযোগ পেলেই মনে মনে আওড়াই। বড় ইচ্ছে করছে এর লেখকের নাম জানতে।
কেউ জানালে খুশী হবো। আগাম কৃতজ্ঞতা রইলো যে বা যারা জানাবেন তাদের জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।