"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
১৩.০৬.০৭
সমতলে অন্তরাল প্রার্থনা - 'জোর বাঁচা বেঁচে গেছি’
নিউটনের তত্ত্ব বলে আমি আছি আমি আছি
পাহাড় কেটেছো, কেটেছো গাছ, যত্রতত্র মাটি ভরাট
এমনই মনুষ্য খিদে;
পাহাড় ধ্বসিয়ে, জলে ডুবিয়ে প্রকৃতি খেলছে নিজে
তিলোত্তমা নগরী একটু বৃষ্টিতেই ভাসমান ভেনিস
ভেঙ্গে গড়াগড়ি কালভার্ট ব্রীজ
যেমন মেরেছি ইট তেমনি ফেরত পাটকেল
নিউটন যেমন বলতেন - প্রত্যেক ক্রিয়ারই
একটি সমানও বিপরীতমুখি প্রতিক্রিয়া আছে
ভুলে যায় লোভী মানুষ
অথচ প্রকৃতির কাছে কতবার হেরেছে তাদের খেল
এখন গণকবর, এখন চট্টগ্রামে পাঁচলাখ পানিবন্দী
এখন অনেক শোক- পাহাড়ও এমন ছিলো
মূহ্যমান যখন তার গায়ে পড়েছে কোদাল দিনমান
কেটেছে অসংখ্য গাছ যা পাহাড়েরই সন্তান
তাই আজ সম্মিলিত শোকসভা মানুষ ও প্রকৃতির
প্রার্থনা সবার তরে পরিভ্রমণ করে সর্বস্তর
দোয়ার সাথে দাওয়া - প্রকৃতির সন্তান ভালোবাসো
সবুজ, নইলে আবারও হবে কোলখালি
হারাবে প্রাণ অনাগত অবুঝ।
****রাগ ইমন, এরা কোন সংখ্যা নয়...পড়ে খুব খারাপ লাগলো....আমার বাড়ানো হাত কি কোন কাজে লাগতে পারে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।