যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে
মাঝরাতে মাঝে মাঝে ভেঙ্গে গেলে ঘুম
শ্মশানের নীরবতায় পথটা নির্ঝুম ।
নিকটে যে দুস্তর ক্লান্তি,
লোপ হয়ে গেছে কাঁপা কাঁপা অশান্তি ।
জেগে ওঠা হঠাৎ দানবের থাবা,
খামচে দিয়ে সত্য কি মিথ্যা
দম নিয়ে বলি ইচ্ছেকে
পরবাসে যাবো আমি,পরবাসে ।
দিব্যি কাটি লাজ-অপমানে,
দিন যায় আলোতে,
ভয় নেই মরণে,ভয় নেই পাপে,
আমি আসবোই ঘূর্ণাবর্তে,
তোমায় উড়াবো নিকষ কালো মেঘে,
ভ্রমর কিংবা রাতের পাখি,কেউ পারবেনা ছুঁতে,
ফুলগুলো মালা হবে,
কয়েকটা অমাবস্যা,যদি যায় কেটে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।