১। মানবদেহে প্রতিদিন ৫ লিটার পানির প্রয়োজন হয়।
২। একটি পূর্ণাংগ বায়ুকোষকে বলা হয় নিউরন।
৩।
মানবদেহের যে অংগ কখন ও বিশ্রাম নিতে পারেনা তা হল হৃদপিন্ড এবং কিডনি।
৪। টনসিল ও অ্যাপেন্ডিক্স এই দুটো অংগ ছাড়াই মানুষ পুরোপুরি সুস্থভাবে বাঁচতে পারে।
৫। সাধারন মানব দেহে ২০০ কোটি কোষ জন্ম নেয় এবং মারা যায়।
৬। লিভার হচ্ছে মানবদেহের এমন অংগ যার এক-তৃতীয়াংশ কেটে বাদ দিলে ও আবার পুরো লিভার তৈরি হতে পারে।
৭। পৃথিবীর প্রাচীনতম উদ্ভদ ফার্ন।
৮।
আনুবীক্ষনিক সজীব বস্তুকে বলা হয় জীবাণু।
৯। বরফ সাদা দেখায় কারন এতে সবগুলো রং Reflect করে ।
১০। দৃশ্যমান আলোর মধ্যে লাল রং এর আলোর দৈর্ঘ্য সবচেয়ে বেশী।
আর সবচেয়ে কম বেগুনী রং এর আলোর দৈর্ঘ্য।
১১। বিদ্যুতের চমকানির স্থায়ীত্ব মাত্র ৬ সেকেন্ড।
১২। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে ও একই খরচ হয়।
১৩। ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয় ট্রানজিষ্টার আবিস্কারের সময়।
১৪। রংগিন টেলিভিশনে ক্ষতিকারক গামা রশ্মি বের হয়।
১৫।
আলট্রাসনোগ্রাফী হলো ছোট তরংগ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং সৃষ্টি করা।
১৬। কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের বিশেষ কম্পিটার প্রোগ্রাম।
১৭। ১৯৯৩ সালে ইন্টারনেট কে সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।