মোহাম্মদপুর, আদাবর, শের-ই বাংলা নগর থানা ১৪ দলের উদ্যোগে রোববার বিকালে ওই সমাবেশ হওয়ার কথা ছিলো মোহাম্মদপুরের টাউন হলে।
বিকাল ৩টায় সমাবেশ শুরুর কথা থাকলেও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তারও আগে থেকে।
বেলা সাড়ে ৩টার কিছু পরে সমাবেস্থলের মাইকে ঘোষণা দেয়া হয়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী এক মাস ঢাকা মহানগরীতে মিছিল ও সমাবেশে নিষেধাজ্ঞা দেয়ায় এ সমাবেশটি স্থগিত করা হলো। ”
রোববার দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নতুন গঠিত জোরারগঞ্জ থানার উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, “যারা সভা-সমাবেশের নামে ভাংচুর-জ্বালাও-পোড়াও করে, তাদের আগামী একমাস সভা-সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। ”
সভা-সমাবেশে নিষেধাজ্ঞার বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
তবে কয়েকদিন ধরে সমাবেশের অনুমতি না পেয়ে সরকারের সমালোচনা করে আসছে বিএনপি।
মোহাম্মদপুরে সভা স্থগিতের ঘোষণার সময় মঞ্চে ১৪ দল ঢাকা মহানগরীর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও ছিলেন।
যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র রুখে দেয়ার আহ্বান, জাতীয় মসজিদ ও কুরআন শরিফে অগ্নিসংযোগের প্রতিবাদে এই সমাবেশ হওয়ার কথা ছিলো।
স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক সাংবাদিকদের বলেন, “আজ (রোববার) স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে সভা, সমাবেশ ও মিছিলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়ার কারণে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের পূর্ব ঘোষিত এ কর্মসূচিটি স্থগিত করা হচ্ছে। ”
মোহাম্মদপুর ছাড়াও আগামী ২১ মে পল্লবী, ২৪ মে কেরানীগঞ্জ ও ২৫ মে সূত্রাপুরেও সমাবেশ করার কথা রয়েছে ১৪ দলের।
এ বিষয়ে মোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, “আমরা সরকারের কাছে অনুমতি চাইবো। অনুমোদন পেলে কর্মসূচিগুলো পুনরায় পরিচালনা করা হবে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।