মতিঝিল থানার এএসআই মোহাম্মদ শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার দুপুর দেড়টার দিকে শাপলা চত্বরে সমাবেশস্থলে দায়িত্বরত চার পুলিশ সদস্যের ওপর হামলা হয়।
এরা হলেন- এসআই মো. একরাম, এসআই আজিজুল হক, কনস্টেবল হাসিনুর রহমান, কনস্টেবল মো. আশরাফুল ইসলাম। এরা সাদা পোশাকে ছিলেন।
আহত হাসিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকিদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, হাসিনুর মাথা ও কপালসহ দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের পাঁচটি চিহ্ন রয়েছে।
এই হামলা কোন দলের কর্মীরা চালিয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু বলেনি।
দুপুর ২টায় মতিঝিলে এই সমাবেশ শুরু হলেও সকাল থেকেই নেতা-কর্মীরা জড়ো হন মতিঝিলে। বিকালে এই সমাবেশে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।