বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
মানে আওয়াজ ছাড়া মাইর ।
মাইর এর উপর ঔষধ নাই ।
পেটাতে পেটাতে চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাইজ করে, পিজি হাসপাতালে পাঠানো উচিত ।
পিজি হাসপাতালে ইর্মাজেন্সি হরতাল ওয়ার্ড খোলা উচিত । যেখানে হরতালে আহত নিহতদের(আল্লাহ না করুক) সেবা দেওয়া হবে ।
আজিম পুরে আলাদা হরতাল কবরস্থান করা উচিত । আর সেখানে বিশেষ করে আওয়ামী ও বিএনপিদের সুবিধা দেওয়া উচিত যাতে চাহিয়া মাত্র কবর এর জায়গা পায় ।
জনগণের দূভোর্গের শিকার এই দুই দলনেত্রী যেন আভ্যন্তরীণ হাতাহাতিতে ধ্বংস হয় । এতেই দেশের ভাল হবে । দেশ হরতাল নামক ভীত ব্যাপার থেকে মুক্ত হবে ।
বাচ্চারা স্কুলে যেতে পারবে নির্ভয়ে । কলেজ, বিশ্ববিদ্যালয় খুলা থাকবে । সব ধরনের সরকার-বেসরকারী প্রতিষ্ঠান খোলা থাকবে । কোন অসুস্থ রোগীর এম্বু্লেন্স এর হাসপাতালে পৌছানোর পূর্বে মৃত্যুর মুখোমুখী হতে হবে না ।
বাজার দর বারবে না ।
শেয়ার বাজার স্থিতিশীল থাকবে ।
শুভ ব্লগিং
হাত খুলে লিখে যান ।
*শিরোণামটি ব্লগার পাপী ০০৭ সাহেব এর মন্তব্য থেকে সংগ্রীহিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।