আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহী ঘাঁটিতে সিরীয় সেনা-হিজবুল্লাহ হামলা

লড়াইয়ে কুসাইরের ভেতরে-বাইরে ৯টি অবস্থানে সশস্ত্র সেনা ও হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে বিদ্রোহী যোদ্ধাদের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৩২ জন। বিদ্রেহী আন্দোলনকর্মীরা একথা জানিয়েছে। কুসাইর বিদ্রোহী ঘাঁটির অবস্থান লেবাননের বেকা উপত্যকা সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে। শহরটি থেকে এক বিদ্রোহীকর্মী হাদি আবদুল্লাহ বলেন, সিরিয়ার জঙ্গিবিমান সকালে কুসাইরে বোমা ফেলেছে। আর মিনিটে ৫০টি করে গোলাবর্ষণ হয়েছে শহরটিতে।

তিনি জানান, সেনাবাহিনী উত্তর ও পূর্ব দিক থেকে কুসাইরে ট্যাংক এবং গোলা হামলা চালাচ্ছে। আর দক্ষিণ ও পশ্চিম দিক থেকে মর্টার এবং রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহরা। গোলাবর্ষণে নিহত বেশিরভাগই বেসামরিক নাগরিক। কৌশলগত অবস্থানের দিক দিয়ে শহরটি সেনাবাহিনী এবং বিদ্রোহী দুপক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। আসাদ বাহিনী শহরটির দখল পেলে রাজধানী থেকে তাদের উপকূলের দিকে যাওয়ার পথ খুলে যাবে।

ওদিকে, শহরটি বিদ্রোহীদের হাতে থাকলে তারা লেবানন থেকে শহরটিতে যাওয়া-আসা করতে পারবে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি বলেছে, সেনাবাহিনী কুসাইরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে নেতৃত্ব দিচ্ছে। তারা শহরের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।