এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।
আমি শুদ্র নই
আমি ক্ষুদ্র নই
আমি নই অবনত কোন শির।।
আমি ব্রাক্ষ্মন নই
আমি যাজক নই
আমি স্রষ্টার অনুগত বীর।।
আমার রত্ন সম্ভার নেই
আমার ধনী কোন দুলালী নেই,
আমি কোন পরের স্বপ্নচারী নই
শুধু নীল আকাশের বুক জুড়ে
তারারাজি ছুঁয়ে যায় এ মন।।
অস্থিরতার মাঝে ছুটে চলা
আমি নই কোন রেসের ঘোড়া,
শুন্য কোন অস্তিত্বে
আমি নই কভু দিশেহারা,
কেবল জীবন নদীর ভেলা-
ভাসাই অবহেলা।।
====================
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।