আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহী আমি এখন!

ফেবুতে জাতীয় কবি'র ফটো প্রো পিক দেয়ার পরে এক বন্ধু ইনবক্স করলো: বন্ধু: বিদ্রোহী হয়ে গেলি নাকি? আমি: লাইক দে হারামযাদা নইলে বিদ্রোহী হয়ে যাবো! বন্ধু: বিদ্রোহী হওয়ার বাকি রাখলি কই? হ্যাঁ আমি বিদ্রোহী হইতাম চাই। আমার নিজের বিরুদ্ধে।আমি আমার জাতীয় কবি সম্পর্কে অনেক কিসুই জানিনা। আজ আরজু পনি 'র পোষ্ট আমাকে বিদ্রোহী হতে বাধ্য করেছে। আমাদের জাতীয় কবি অথচ আমরা কি নির্বিকার! ফেবু সামুতে চটি স্ট্যাটাসে অনেক লাইক শেয়ার পাওয়া যায় কিন্তু জাতীয় কবি নিয়ে সেটা করলে পোষ্ট টি থাকে মৃতপ্রায়! প্রিয় দুটি পংক্তি: ''আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস ।'' ''আমি চির-দুরন্ত দূর্মদ আমি দূর্দম, মম প্রানের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ '' ও হ্যাঁ বন্ধু আমার লাইক দেয় নি। বন্ধু আয় বিদ্রোহী হই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।