আমাদের কথা খুঁজে নিন

   

কে বিদ্রোহী



যতই বিস্মৃতি হোক,বাংলা কবিতায় তুমি অনিবার্য দ্রোহ ও প্রেমের টানে ভেসে যায় চিত্রিত সাম্পান কবিতার।তুমি জানতে না কৌলিন্যের খেলা,কে দ্রাবিড়,কে বা আর্য। ঔপনিবেশিক কালে তুমি ফিন্‌কি-ওঠা অনলের টান। তোমার অন্বিষ্ট ছিল জয়-প্রবুদ্ধ মানুষ ছিল প্রনষ্ট প্রপঞ্চ-ছায়া,প্রলুব্ধ প্রলয় কে তখন অকাল প্রদোষ,কে তখন কাঙ্ক্ষিত প্রত্যুষ? কে তখন স্ফারিত বিস্ময়,কে তখন জ্যোৎস্নার ফিনিক? কাহারবা,মিঞা-কি-মল্লার,সুরের গিমিক? তুমি ছুঁইয়ে দিলে প্রাণ রস,জিজীবিষা-জীয়ন্ত জৃম্ভনে কে বিদ্রোহী,প্রেম ও বিদ্রোহ ছুটে জাঁকালো ফিটনে। (বিদ্রোহীকবি কাজী নজরুল ইসলামের ৩৩তম মৃত্যু বার্ষিকী স্মরণ করে) ইত্তেফাকের সৌজন্যে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।