ও পাষাণী, দোষ করিনি আমি
ভুল করেছো তুমি,
আমার মাথাটাও খেয়েছো তুমি,
আবার বলো আমি অপরাধী।
অপরাধ সেতো করেছি একটাই-
শুধু ভালোবাসি তোমায়।
যদি চাও সাজা দাও
এ জীবন নিয়ে নাও,
জেনে নিও পাবে না শান্তি
বলতে হবে "ভুল করেছি"।
ভেবেছো কি তুমি?
আমায় নিয়ে করবে ছেলেখেলা
এতটাই অবহেলা।
ভেবেছো কি বুঝবোনা আমি?
তোমার দুরভিসন্ধি,
জান না কি তুমি অংকে ভালো আমি।
বুঝেছি ঠিকই-
কিন্তু তোমাকে জানাতে দেইনি,
শুধু চেয়েছি তোমাকে-
হ্ৃদয়ের খুব কাছে পেতে।
তুমি শুধু ঠেলেছো দুরে
মন তোমার দুই নাম্বার যে।
নিয়েছি আমি দ্ৃঢ় সংকল্প
হবে না আর এ নয়ন সিক্ত।
কষ্টের সুখ কোথায় জেনেছি আমি
এতদিনে বিদ্রোহী হয়েছি আমি। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।