লেখা লেখি সহজ কথা নয়। অনেকবার চেষ্টা করেছি কিন্তু যতবারই চেষ্টা করেছি ততবারই ফেল মেরেছি। কিন্তু হাল ছাড়িনি। এই ব্লগ ফোরামে এসে সাইন ইন করতে এসে প্রথমেই একটা ধাক্কা খেলাম সেটা হল আমি যে আই ডি নিয়ে নেট এ ঘোরা ফেরা করি সেই আই ডি টা অলরেডি টেকেন বাই সামওয়ান এ
জেগে থাকা রাত আর কর্মব্যস্ত দিন কাটে
একটু সুখের অপেক্ষায়!
জানালায় মাথা রেখে দেখা বৃষ্টির অঝোর ধারা আমাকে সুখ দেয়না
বরং না পাওয়ার ব্যাথাগুলোকে খুটে খুটে রক্ত বের করে।
এইরকম রক্তাত্ব আমি প্রায়শই হই ,
তবু আশায় রই
কোন এক চাদনী রাতে সমুদ্রের কাছাকাছি, পাহারের পাদদেশে
নীলার হাতে হাত রেখে নিরুদ্দেশ হব।
আবার এই আমিই মাঝে মাঝে বৃষ্টি ভেজা রাতে, কাল কেউটের ফনায় দংশিত
বাসনার চুড়ান্ত শিখরে!! যখন কামনার জ্বালা অস্থিরতার মাত্রা ছাড়িয়ে
আমাকে অমানুষের পর্যায়ে নিয়ে যায়!! তখন!
প্রেমের বুকে গুলি করে তার রক্তাত্ব হৃদয় নিয়ে নীলাকে খুজে ফিরি
শুধু মাত্র নিরাভরন যৌবনা নারীর বেশে আমার বিছানায়।
হ্যা মাঝে মাঝে আমি পশু হয়ে যাই আর নীলা শুধু নারী থেকে যায়।
তবে কি আমি শুধুই পুরুষ হয়ে রইলাম?
মানুষ হতে পারলাম না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।