আমাদের কথা খুঁজে নিন

   

☟মাঝের বাটন টিপ দিলে এত কাজ হয়। আচাম।☟

Good things come to those who wait

আজকে যেই বিষয়টা বলতে যাচ্ছি তা হয়তো অনেকের আগে থেকেই জানা থাকতে পারে তবে আমি আগে জানতাম না। ঝংকার সাহেবের কাছ থেকে শিখলাম। সাধারণত আমরা মাউসের লেফট বাটনই বেশী প্রেস করে থাকি। কোন ফাইল কপি/ সেন্ড টু পেন্ড্রাইভ করতে রাইট বাটন প্রেস করি। বর্তমান সময়ের কম্পিউটার মাউসগুলোর লেফট ও রাইট বাটনের মাঝখানে একটি হুইল/চাকা থাকে।

যেটা দিয়ে সাধারণত পেইজ উপরে উঠানোর বা নিচে নামানোর জন্য স্ক্রল করা হয়। কিন্তু এই হুইল/চাকা কিন্তু একটি বাটন হিসেবেও কাজ করে। এই হুইল বা চাকা ইন্টারনেট ব্রাউজ করার সময় কোন লিঙ্ক/পেইজ/ট্যাবে টিপ দিয়ে সহজেই ওপেন বা ক্লোজ করা যায়। শুধু তাই না ফোল্ডারগুলিও মাঝের চাক্কা টিপ দিয়ে খোলা ও বন্ধ করা যায়। মাঝের বাটন টিপ দিলে এত কাজ হয় তো আগে জানতাম না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.