যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। নিজের জন্য টঙ্কা জমাব। এখন না। পরে। যখন মাতাজী পিতাজী থাকবেন না।
নিছক নিখাদ নিজের স্বার্থে মেধা সময় ও শ্রম ব্যয় কোরব। এখন না। পরে। যখন মাতাজী পিতাজী থাকবেন না।
কেননা সাফল্য প্রতিষ্ঠা খ্যাতি কিম্বা সম্পদ অর্জন না, আমার মৃত্যুর লক্ষ্যমাত্রা-
১. ঘাড়ে কোন ঋণ না।
২. মনে কোন অনুতাপ না।
আমার লক্ষ্য ০।
+ না, - ও না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।