আমাদের কথা খুঁজে নিন

   

বোধের গজল

এখানেই রাত শেষ যাবতীয় স্বপ্নেরা ফিরে যাও ঘরে

কাঁঠালের খোলা কোষে উড়ে বসা মাছির মত একটা কবিতা ইদানিং উড়ে বসে মগজের গায়ে গুন গুন করে শোনায় বোধের গজল। চুলকানি উঠা ক্ষতের মতো উসখুস করে কলমের নিব কাগজের গায়ে এঁকে দিলে কবিতা বিরাট সেও যেন পেয়ে যায় প্রসূতির সুখ। রঙধনু থেকে তাই রঙ করি ধার রঙ দিয়ে আঁকি রোজ স্বপ্ন অপার কবিতারা হেটে যায় হাতে রেখে হাত এক সাথে গেয়ে ওঠে আজাদ আজাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।