আমাদের কথা খুঁজে নিন

   

বোধের বাইরে

হাত রাখি সেখানেই যেখানে তুমি গ্রিলের ফাঁকে হাত রাখো আকাশ দেখার ছলে এ হাত পাতি সেখানেই যেখানে তোমার চুল ছুঁয়ে বৃষ্টি নামে, আমি হাত রাখি মধ্যরাতের দর্পনে যেখানে তুমি এক হাতে চিরুনী নিয়ে সিগ্ধ চিত্রে নিজের মাঝে ডুবে আঙ্গুলে জড়াও চুল, যে উপন্যাসের পাতারা অলস দুপুরে তোমার আঙ্গুলের স্পর্শ পায় আমি হাত রাখি সেখানে ই, হাত রাখি বুকের মাঝে যেখানে স্বপ্নেরা বেড়ে উঠে স্ফিত হয় দীর্ঘশ্বাস যেখানে বোধেরা দেয় উজার উড়াল, এ হাত রাখি সেখানেই স্পর্শের খোঁজে |

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।