শাফিক আফতাব আমার প্রথম ছেলের বয়স তিনমাস, ফিকফিক হাসছে। তাই দেখে ছোটছেলে বলছে ; বাবা, এ কিন্তু দুষ্ট হবে, তুমি দেখি নিও, এ দেশের সেরা সন্ত্রাসী হবে ; তুমি ভেবো না আমি দেশজোড়া সুনাম কামাবো। পত্রিকায় পাতা ঘিরে লীডনিউজে আমার নাম আসবে। তুমি কিন্তু মাকে পিল খাওয়াবে না, আর তুমিও কনডম কিনো না। তাহলে পৃথিবীর মুখ আমি দেখতেই পারবো না। আমি আমার প্রিয় কনিষ্ঠ সন্তানকে বলেছিলাম : ঠিক আছে ওসবের আমি কিছুই করবো না। তোমার মাকে বলে যাও, তোমার জন্য যাতে দোলনা তৈয়ার করেন, তোমার খেলার সরঞ্জাম, রিমুট সিস্টেমগাড়ী, ভালুকের পুতুল ; হরলিকস এর বোতল ; সব কিনে রাখেন। এভাবে আমরা ম্যাজিস্ট্রেট আর ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার জন্মাই, বাস্তবে হয় লুচ্চার বাচ্চা, ছিঁকড়ে চোর, মেদভুড়িময় ঘুষখোর সাহেব। ছোটছেলে আবার আসলে বললাম, তোমার দেশজোড়া নাম কামাবার দরকার নেই। তুমি অন্য কোথাও যাও........... ২৭.০৩.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।