আজকাল চারপাশে মানুষের জীবনটা এতই ফেসবুকনির্ভর হয়ে গেছে যে সবকিছুতেই ফেসবুক চলে আসে। কদিন পর হয়তো দেখা যাবে, মানুষ পরিচিত হুমকিগুলোর মধ্যেও ফেসবুক নিয়ে এসেছে। সবার সুবিধার জন্য নিচে কিছু হুমকির ফেসবুকীয় নমুনা দেওয়া হলো।
ফেসবুক থাকতে মুখে কী? দে একখান, কঠিন স্ট্যাটাস দে। এক স্ট্যাটাস দিয়া অর চৌদ্দগুষ্টির বারোটা বাজায়া দে!
সাহস থাকলে তোর ফেসবুক আইডি দে।
এমন পোস্ট দিমু, আইডি ডি-অ্যাক্টিভেট করে দিতে বাধ্য হইবি।
একবার ফেসবুকে আইসা দেখ, কী হাল করি তোর ফেসের, তখন টের পাবি।
আজ তোর ফেসবুকের একদিন কি আমার ফেসবুকের একদিন!
তোর (ফেস)বুকের পাটা থাকলে আমারে আনব্লক কইরা দেখ।
আমার ফেসবুকের ত্রিসীমানার মধ্যে তোরে যদি ঘুরঘুর করতে দেখি, তোর কমেন্ট সাইজ কইরা তোরে ইনবক্স কইরা দিমু।
আর যদি আমার ফেসবুকে তোর একটা কমেন্ট পড়ে, তোর ফেসবুক আমি কমেন্টে কমেন্টে ঝাঁঝরা করে ফেলব! (পলিটিক্যাল ভার্সন)
শয়তান, তুই আমার ফেস পাবি, বুকের সাহস পাবি না! (বাংলা সিনেমা ভার্সন)
পেজ দেখেছ, পেজের অ্যাডমিন দেখো নাই!
একবার খালি আমার ফেসবুকে আয়, তারপর দেখবি, কত স্ট্যাটাসে কত লাইক!
বাঁশ দেখেছ, কিন্তু বাঁশের কেল্লা দেখো নাই।
আমারে তুমি ফেসবুক চেনাও, এমন একখান স্ট্যাটাস দিমু, পড়তে পড়তে জীবন শেষ হইয়া যাইব!
তোর ফেসবুকে আমি একটার পর একটা কমেন্ট চড়ামু! (ভিটায় ঘুঘু চড়ানো)।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।