আমাদের কথা খুঁজে নিন

   

একটি ফেসবুকীয় স্ট্যাটাস, বাংলাদেশ ও তার দুই রাজনৈতিক দল

আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত ডিজিটাল দেশের নাগরিক এবং চলো চলো ঢাকা চলো এই শ্লোগান এ অনেকটা আবেগে আপ্লুত হয়েই আমরা অধিকাংশ বাংলাদেশী এখন ফেসবুক নামক পরিবার এর সদস্য। তাই আপনাদের কাছে নতুন ভাবে ফেসবুক কি? ইহা খায় না মাথায় দেয় তার প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করার প্রয়োজনবোধ করলাম না। তা সেই মহান ফেসবুক এর মহান পাতায় আমার জনৈক টেকনো জিনিয়াস বন্ধু অভাবনীয় স্ট্যাটাস দিয়ে দিলেন। স্ট্যাটাসটা ঠিক এই রকম “সফটওয়্যার কোম্পানী গুলো প্রতিটা সফটওয়্যার এর বেটা ভার্সন বের করে কিন্তু বেটি ভার্সন কেন বের করে না।

এ রকম অবিচার মেনে নেয়া যাই না”। ঠিক এই কথার বিপরীতে আমার মাথায় ভাবের উদয় হল আচ্ছা কথাটাত সত্য। বাংলাদেশে এত নারীদের অধিকার নিয়ে আলোচনা করার মত মানুষ আছে তারা যদি এটা নিয়ে রাস্তায় মিটিং মিছিল শুরু করে তখন কি হবে। এই চিন্তায় আমি যখন গভীর ভাবে মগ্ন তখন পাশ থেকে আমার বন্ধু মিঠু জবাব দিল-“কি আর হবে। পুরো ব্যাপারটা দু দল এ ভাগ হয়ে যাবে।

” ব্যাপারটা ও ব্যাখ্যা করল ঠিক এভাবে- বি এন পি বলবে-“সব আসলে আওয়ামি লীগ এর দোষ। তারা দেশ কে ধংসের মুখে ঠেলে দিছে। তারা চাই না তারেক জিয়া বাংলাদেশে আসুক। নিজেদের ক্ষমতাই টিকিয়ে রাখতে তারা ছাত্রলীগ কে ব্যাবহার করছে। এই সরকার জনগন এর আশাপূর্ণ করতে পারেনি।

আমরা যদি ক্ষমতাই আসি আমরা সকল সমস্যার সমাধান করব। ” আওয়ামি লীগ বলবে-“আমাদের সরকার এই ব্যাপারটা বিবেচনাই নিয়েছে। সামনের ৪৮ ঘণ্টার মধ্যে আপনারা এর ফল দেখতে পারবেন। আমাদের সরকার নারী পুরুষ এর মধ্যে বিভেদ করে না। আসলে সব বি এন পি’র দেশ কে পঙ্গু করে দেয়ার ষড়যন্ত্র।

তারা এখন ভয় পাচ্ছে। তারা আসলে যুদ্ধ অপরাধীদের বিচার এ বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা যুদ্ধ অপরাধীদের বিচার চাই না। কিন্তু বাংলার মানুষ টা হতে দেবে না। তারা ৭১’এ যেমন দেশ কে স্বাধীন করে ছিল তেমনি ভাবে যুদ্ধ অপরাধীদের কালো দাত ভেঙ্গে দেবে ।

” মিঠু’র কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলাম না। ও অনেকটাই রাগে অগ্নিশর্মা হয়ে বলল “আমার কথা বিশ্বাস হয় না। টিভি টা ছাড় দেখ কোন না কোন সংবাদে ঠিক এই ভাবেই কথা গুলো বার বার আমাদের শুনাছে। আমরা ও নিরব দর্শক হয়ে শুনছি। ” কথা গুলো শোনার মন নিজে মনে মনেই আওড়ালাম একটা ফেসবুকীয় স্ট্যাটাস, হায়রে আমার দেশ আর কোথাই তার ২ প্রধান রাজনৈতিক দল।

আসলে আমার এখন ও বাবা কে জিজ্ঞেস করতে ইচ্ছা করে। কেন যুদ্ধ করস ৭১’এ? এই দিন দেখার কারনে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.