অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি
(১)
আজো
তোমার সামান্য উস্কানিতে এইখানে ঝড় বহে
অগোছালো পনা এই জীবনে আর কত সহে।
(২)
অর্থহীন বাক্যের অর্থ খুজো না রমনী
দিন কাটলেও,ফুরাবেনা না যামিনী
(৩)
আজ,
রঙ সব নারী আর প্রকৃতির গায়,পুরুষের মনে কেবলি পাপ
চোখ চঞ্চল,ক্লান্ত পা
ওরে মন,যেদিক খুশি সেদিক চলে যা।
(৪)
শব্দের বিকল্প নেই,সমুদ্রের মত বড় হতে চাই,আর ঝড় হব তোমার মনে।
(৫)
সব কেড়ে নাও,দাবীটুকু রেখে যাও!!
(৬)
মানুষ কেন মরে যায়!!
মানুষ কেন হারায় তার জীবনে জন্মদাতা
উত্তর জরুরী!! উত্তর জরুরী? বিধাতা
(৭)
বুকের ভেতর কষ্ট বাজে,কষ্ট বাজে দারুণ
মাথার ভেতর নষ্ট বাজে,নষ্ট কাজে করুণ।
(৮)
তোমায় নিয়ে অল্প কথা হৃদয় জুড়ে অল্প বাড়াবাড়ি
আমায় নিয়ে নিশ্চুপ তুমি,তবু হয় নাই ছাড়াছাড়ি।
(৯)
সমান্তরালে অনেক কিছুই বয়ে চলে,আমরা কেবল নদীকেই দেখি
তোমার ভেতর এতকাল বয়ে গেলাম আমি,দেখতে পাওনি নাকি?
(১০)
যারে ফুল দেইনি সে মালা হাতে নিয়ে দাঁড়িয়ে
আর যারে সব দিলেম
সে আমা হতে,মন হতে,প্রান হতে গেল হারিয়ে।
নোট- আমার টুকরো কাব্যগুলি একত্র করার চেষ্টা করলাম আর কি!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।