আমাদের কথা খুঁজে নিন

   

একটি অতি আনবিক ফেসবুকীয় গল্প : ২ : পাত্র



মা,আমার প্রতি বিশ্বাস না থাকলে আমি বাড়ী ছেড়ে চলে যাই কেন চলে যাবি? তোমরা যে আচরণ শুরু করেছ। আমরা কী করলাম? এই যে, বাবা আমার স্বামীকে মেনে নিচ্ছে না। মেনে নিচ্ছেনা কই? একটু খোঁজ খবর করবে না তাই বলে? খোঁজ খবর করুক। কিন্তু যে ধরণের কথা বলে তা কি মেনে নেওয়ার মতো? বাবা তো, একটু তো কঠিনভাবে খোঁজ খবর চালাবেই। তাই বলে এভাবে? আমরা তো তোর ভালোই চাই,নাকি? তাই বলে এতো অবিশ্বাস? সেটা তো একটু হবেই,তুই বাস্তব জীবনের প্রোফাইল না দেখে ফেসবুকে ছেলের প্রোফাইল দেকে বিয়ে করে ফেললি একটু তো এরকম হবেই? আমি সব বুঝেই করেছি।

ছেলে ভালো। চেহারা ভালো। ফ্যামেলি স্টেটাসও ভালো। এমনকি ফেসবুকের ষ্টেটাসও ভালো। টাকা পয়সা? সে আমাকে বলেছে তার একাধিক একাউন্ট আছে।

আচ্ছা, ছেলেকে কাল নিয়ে আসিস। দেখা যাক। ২. বাবা, কি কর? কাজ করি। কাজের ফাকে ফাকে ফেসবুকে চ্যাট করি। তোমার মা-বাবা? না তারা ফেসবুকে থাকেনা।

বাসায় থাকে। না সেটা বলছি না। তাদের অবস্থা কেমন? আম্মা,আমি তাদের পরিচয়ে চলি না। আমি আপনার মেয়েকে বলে নিয়েছি আমার বাবার একাউন্টে কত কী আছে আমি জানি না। আমার জানার দরকারও নেই।

আমি আমার একাউন্ট নিয়েই থাকতে চাই। তা, বাবা তোমার কয়টা একাউন্ট? কোন কোন ব্যাংকে? আম্মা আমার একাউন্ট চারটা। একটা আপনার মেয়ের নামেও করেছি সম্প্রতি। ভালো তো! তা কোন কোন ব্যাংকে? না, আম্মা কোনো ব্যাংকে না। সবগুলো ফেসবুকে।

একটি অতি আনবিক ফেসবুকীয় গল্প : ১ : বন্ধুত্ব::: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.