আপনি কেমন আছেন?
জ্বি ভালো।
আপনি?
জ্বি আমিও ভালো।
আচ্ছা আপনি রাতে ফেসবুকে আসেন না কেন?
আমার বাসায় নেট কানেকশন নাই।
আহহা, রাতে হলে অনেক সময় নিয়ে চ্যাট করা যেত, কত কথা বলা যেত। তাই না?
হুমম..তাই...
আপনার সেল নাম্বারটা কী দেয়া যায়?
না ওটা থাকুক।
কেন কোনো সমস্যা?
হুমমম...একটু সমস্যা আছে। পরে আরেকদিন বলবো।
ওকে। ওকে। সমস্যা হলে প্রোবলেম নেই।
হা হা হা ...
হাসছেন কেন?
আপনার কথা শুনে।
কী বললাম?
এই যে, সমস্যা হলে প্রোবলেম নেই।
ও আচ্ছা! এইটা?
হুমম...আপনি তো তাহলে বেশ মজার মানুষ।
এই আছি আর কী? তবে আগে আমরা যা মজা করতাম। এখন তো আর মজা করার সময় পাইনা।
হঠাৎ অফিসের পিয়ন এসে সামনে দাঁড়ায়। স্যার, আপানরে বড় স্যারে সালাম দিছে।
যা গিয়ে বল আসছি।
শালায় এই বুইড়া এতো খারাপ, সব সময় গুরুত্বপূর্ণ সময়ে ডাক দেয়।
২.
স্যার ডেকেছেন?
আরে আনিস সাহেব আসুন।
আপনি তো বেশ কাজ করছেন। আপনার কাজে অফিসের সবাই মঞ্চমুখ। আপনার একটা প্রমোশনের কথা সবাই বলছে।
না স্যার কী আর এমন কাজ করতে পারি?
না যা করেন তাইতো অনেক।
জ্বি স্যার তবে আমি চেষ্টার ত্রুটি করিনা।
কাজে ফাকি দেইনা। কাজের সময় অন্যদিকে মন দেইনা।
তা তো বটেই। আপনার মতো নিবেদিত প্রাণ এবং কর্মপরায়ণ লোক এই খুব কম আছে। তবে মিথ্যাবাদীও কম আছে।
জ্বি স্যার? সরি স্যার বুঝিনি।
বললাম আপনার মতো মিথ্যাবাদীও এই অফিসে কম আছে। আপনি কাজ না করে সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকেন। যান গিয়ে কাজ করেন মিয়া।
স্যার আপনি এভাবে আমার সাথে ব্যাবহার করতে পারেননা।
আপনি প্রমাণ দিন যে আমি ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি।
প্রমাণ তো অবশ্যই দেবো। একন গিয়ে কাজ করেন। সবই দেখবেন।
৩.
আনেসের মেজাজ চরম খরাপ হয়ে গেল।
সে একটু প্রশান্তির জন্য আবার মেয়েটাকে নক করলো। আছেন?
মেয়েটির কী হলো সে আর আগের মতো নেই। সে একটু বসের মতো বাক্য ব্যাবহার করে চ্যাট করতে লাগলো, আপনি কাজ না করে সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকেন কেন? যান গিয়ে কাজ করেন মিয়া।
মানে?
মানে কিছু না আনিস সাহেব। আমি আপনার মতো চোরদের ধরার জন্য মেয়ের নাম দিয়ে একটা একাউন্ট খুলেছি।
গত দশ পনেরো দিনে যা দেখরাম আপনি তো সারাদিনই ফেসবুকে থাকেন? কাজ করেন কখন?
আনিস কী লিখবে বুঝতে পারছে না। ভীষণ লজ্জিত হলো। সে মেয়ের নামের একাউন্টটিকে জবাব দিল, স্যার মাফ কইরা দেন। আর এমন হবে না।
একটি অতি আনবিক ফেসবুকীয় গল্প : ১ ; বন্ধুত্ব
Click This Link
একটি অতি আনবিক ফেসবুকীয় গল্প : ২ : পাত্র
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।