আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড



বিদেশি ক্রেতাদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশি ব্র্যান্ডের পণ্য। রফতানির বাজারে এশিয়ার বিভিন্ন ব্র্যান্ডের তুলনায় এগিয়ে রয়েছে বাংলাদেশি ব্র্যান্ড। গত মাসে দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ব্র্যান্ড এবং লিডারশিপ সম্মেলনে এশিয়ার ২শ’ জনপ্রিয় ব্র্যান্ডের মধ্যে ওয়ালটন মোটরসাইকেল, বেক্সিমকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস সর্বাপেক্ষা প্রতিশ্রুতিশীল ব্র্যান্ড হিসেবে নির্বাচিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বাংলাদেশের উচিত দেশটির প্রতিশ্রুতিশীল পণ্য তৈরি পোশাক, ফ্রিজ ও টিভির মতো ইলেকট্রনিক্স পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, ওষুধ, সিরামিকস এবং অটোমোবাইল পণ্যগুলোর ব্র্যান্ডিংয়ের প্রতি অগ্রাধিকার ভিত্তিতে মনোযোগ দেয়া দরকার। এ প্রসঙ্গে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোসতফিজুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য এই স্বীকৃতি একটি শুভ লক্ষণ।

এটি অবশ্যই স্থানীয়ভাবে প্রস্তুতকৃত পণ্য ও দেশের ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। তবে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের আরো পণ্য যেমন তৈরি পোশাক, পাট এবং পাটজাত পণের ব্র্যান্ডিং-এর ক্ষেত্রে উদ্যোাগ তেমন দৃশ্যমান নয় বলে তিনি মন্তব্য করেন। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এ প্রসঙ্গে বলেন, এই স্বীকৃতির মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে যে, আমরা শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি অবশ্যই বেক্সিমকো ফার্মাকে আরো বেশি করে বিশ্ববাসীর দোরগোড়ায় পৌঁছতে সহায়তা করবে। তিনি বলেন, আমি অত্যন্ত আন›দিত যে, বেক্সিমকো ফার্মা এশিয়ার সর্বোচ্চ প্রতিশ্রæতিশীল ৩১টি ব্র্যান্ডের তালিকায় এবং ওষুধ ক্যাটাগরিতে এক নম্বর পণ্য হিসেবে নির্বাচিত হয়েছে।

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আশরাফুল আলম বলেন, নিঃস›দেহে এটি দেশের অটোমোবাইল শিল্পের জন্য একটা আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি এই স্বীকৃতিকে তার কোম্পানির জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করে বলেন, এর মধ্য দিয়ে ওয়ালটন বহুদূর এগিয়ে যাবে। তিনি বলেন, আমরা ওয়ালটনের কিছু পণ্যকে ব্র্যান্ডিং করার প্রস্তুতি নি”ছি। আমাদের লক্ষ্য হ”ছে যুক্তরাষ্ট্র, ইউরোপ, অষ্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের দেশসমূহ। মিয়ানমার ও আফ্রিকার দেশগুলোসহ বর্তমানে ১৭টি দেশে ওয়ালটন তার পণ্য রফতানি করছে।

শুভ সংবাদ!! লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.