আমাদের কথা খুঁজে নিন

   

অটোগ্রাফ



ভ্রমন শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই।কিন্তু লিখা হয়নি তার গ্রহনবৃত্তান্ত। একদিন দেখি , হলুদ খাতাটির রং লাল হয়ে গেছে। শব্দাবলী ও কি তাহলে বদলায় আদল কিংবা ফিকে হয়ে যাবার আগে রক্তাক্ত হয়ে যায় প্রাণের পরিভ্রমন! এমন রহস্য ভাঙচুর বিষয়ক টুকিটাকি ও লিখে রেখেছিলাম আমি। তিরিশ বছর পর পাতা কুড়াতে গিয়ে দেখি , সে বৃক্ষটি আর সেখানে নেই।চিহ্ন গুলো সনাক্ত না করতে পারার বেদনা নিয়ে যখন ফিরছি , ঠিক তখনই পরিচিত কন্ঠ শুনে থমকে দাঁড়াই।দেখি তুমি সেই পুরনো খাতা হাতে দাঁড়িয়ে আছো । আবারও চাইছো আমার অটোগ্রাফ। ছবি - ওয়ান্ডা রাশেল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।