ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
কানে কানে হিস হিস সুরে গান শুনিয়ে যায় স্মৃতির ক্ষুধার্ত আত্মারা। অনুতাপের ভেঁজা কান্নার ধস ধস আওয়াজ আর ভয়ার্ত চিৎকারে ফাটল ধরে মনের কোমল উঠোনে। উত্তুরে বাতাসের পিছু পিছু অবিশ্বাসী নিঃশ্বাসের অপ্রত্যাশিত প্রবেশে এলোমেলো জীবন।
অন্ধকারের হিংস্র কাঁটায় ক্ষতবিক্ষত শরীরে চন্দ্রধোয়া একরাশ ঠান্ডা আলোয় হঠাৎ শান্তির পরশ। বুকের অজানা কোন এক তলদেশ হতে ভেসে আসা নির্ঘুম গোলাপের সুগন্ধে ভুর ভুর সুখ মনাঞ্চলে।
সুখের ধ্রুপদী ঢেউয়ে প্রেমের বাঁশীতে অচেনা কলতান। স্বপ্নের পাতা জুড়ে সবুজ মেঘলা মেয়ের আনমনে বিচরণ। আকাশের গা লেপ্টে ভালোবাসার শেকড়ের বিমুগ্ধ আনাগোনা। ভোরের সূর্যকে স্বাগত জানাতে প্রস্তুত অন্ধকারের কালো সৈনিক। জীবনের পূর্ণতায় ক্যানভাসে ছবি আঁকায় ব্যস্ত মনের খেয়ালী রঙ..............
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।