"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
প্রতীক্ষায়
দুরু দুরু বক্ষে
নিরিবিলি কক্ষে
তোমারই প্রতীক্ষায়,
বসে আছি একাকি
আজ দেখা হবে কী
এই ভেবে দিন যায়।
চুপি চুপি আসবে
মন খুলে হাসবে
বলবে সেই কথাটি,
মন তাই উতলা
আজ এই অবেলা
চেয়ে দেখি ঘড়িটি।
টুপ টাপ বৃষ্টি
কেড়ে নেয় দৃষ্টি
চোখ রয় জানালায়,
নিভু নিভু সন্ধ্যায়
সব পাখী ফিরে যায়
নিজ নিজ ঠিকানায়।
এই আমি একাকী
আনমনে চেয়ে থাকি
এই বুঝি এলো সে!
বৈশাখী কালো মেঘ
বাতাসের ঝড়ো বেগ
কেন এই দিনশেষে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।