রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে...
প্রতীক্ষায় আছি
সুদীর্ঘকাল ধরে, একাকী।
তোমার জন্যে রাখা ফুলের মালাটা
শুকিয়ে গেছে, বহুদিন হলো।
শুকনো ফুলের শেষ পাঁপড়িটা
কবে ঝড়ে গেছে, তাও মনে নেই।
আমার ডায়েরির পাতায় পাতায় জমেছে
অজস্র ধুলো-কণা,
তোমার জন্যে লিখা সহস্র কবিতাগুলো,
আজ বড় বেশী ক্লান্ত,পরিশ্রান্ত।
আমার চোখের কোনে কোনে
শুকিয়েছে বহু অশ্রুজল,
চোখের নিচেই পড়েছে,
ভাবনার সুবিশাল কালো দাগ।
খোঁচা খোঁচা দাঁড়িগুলোর অনেকেই,
বদলে ফেলেছে তার আপন রঙ।
তবুও প্রতীক্ষায় আছি,
প্রতীক্ষায় থাকি নিতান্তই একাকী,
সকাল, বিকেল, সন্ধ্যা রাত্রিতে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।