আমাদের কথা খুঁজে নিন

   

গণমুখী ও কৃষিবান্ধব ঐতিহাসিক বাজেটের জন্যে সরকারকে অভিনন্দন।



গতকাল জাতীয় সংসদে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাত সর্বাধিক গুরুত্ব পেয়েছে। দ্বিতীয় অগ্রাধিকার প্রাপ্ত খাত হচ্ছে পরিবহন ও অবকাঠামো। জ্বালানী ও বিদ্যুৎ খাত রয়েছে তিন নম্বরে। বিএনপি যথারীতি বাজেটের সমালোচনা করেছে।

কিন্তু জাতি জানে এই বাজেট দেশের জন্যে কতটা জরুরী ছিল। এটি একটি ঐতিহাসিক বাজেট। এই বাজেটের ফলে কৃষক, শ্রমিক উপকৃত হবে। বিদ্যুত ও জ্বালানী খাতে উন্নতি হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে।

তাই তো এটা বুঝতে পেরে বিরোধী দল নিন্দায় মুখর হয়েছে। অথচ তারা নিজেরা ক্ষমতায় থাকতে এরকম একটা বাজেট কখনো দিতে পারে নাই। এই ঐতিহাসিক বাজেটের জন্যে সরকারকে ধন্যবাদ জানাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.