আমাদের কথা খুঁজে নিন

   

গণমুখী নীতির জন্য লড়াইয়ের প্রতিশ্রুতি জাসদের

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া  দলের এই ইশতেহার পড়ে শোনান। জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও এ সময় উপস্থিত ছিলেন।
ইশতেহারে বলা হয়, সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় উন্নয়ন ও পরিবর্তনের প্রচেষ্টা অব্যাহত রাখাই জাসদের লক্ষ্য। দলের মনোনীত প্রার্থীরা বিজয়ী হলে জাতীয় কর্মসূচির ভিত্তিতে অন্যান্য অসাম্প্রদায়িক গণতান্তিক শক্তির সমন্বয়ে সরকার গঠনের উদ্যোগ নেবে।
দলের নীতিনিষ্ঠ অবস্থান থেকে শ্রমিক, কর্মচারী, কৃষক, নারীর পক্ষে ভারসাম্য সৃষ্টির লক্ষ্যে সরকারের নীতিনির্ধারণে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জাসদ কাজ করবে।


আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের ইশতিহারে বলা হয়, শ্রমিক, কর্মচারী, কৃষক, কৃষি, শ্রমজীবী, পেশাজীবী, মেহনতি মানুষ, দেশীয় শিল্প উদ্যোক্তা ও বিনিয়োগকারী, নারী ও ধর্মীয় এবং জাতিগত ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সমাজের শোষিত, বঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা এবং সরকারকে জনগণের প্রতি সংবেদনশীল ও গণমুখী নীতি গ্রহণে সার্বক্ষণিক চেষ্টা চালানো হবে।
এছাড়া যুদ্ধাপরাধের বিচার ও শাস্তি কার্যকর অব্যাহত রাখার পাশাপাশি জঙ্গিবাদ দমন এবং জঙ্গিবাদী নেটওয়ার্ক ধ্বংস করে জনগণের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়ানো হবে।  
জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মোট ২৩ জন প্রার্থী রয়েছেন। এদের মধ্যে  চারজন নৌকা প্রতীক নিয়ে এবং ১৯ জন দলীয় প্রতীক মশাল  নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তিন জন স্বতন্ত্র প্রার্থীকেও দলীয় সমর্থন দেয়া হয়েছে বলে জাসদ নেতারা জানান।


বিরোধী দলের নির্বাচন বর্জন নিয়ে এক প্রশ্নের জবাবে জাসদ সভাপতি ইনু বলেন, যারা জঙ্গিবাদের দোসর কার্যত তারাই নির্বাচন বর্জন করছে।
জাসদের সহ-সভাপতি মীর হোসেন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদসহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.