আমাদের কথা খুঁজে নিন

   

রুনা ও রত্নার বিয়ে কি খুব জরুরী ছিলো?

সকল প্রসংশা আল্লাহর জন্য। আমার চলমান মেইল এড্রেস ঃ shimantodhk2010@gmail.com ,

বিভিন্ন পত্রিকায় এই খবরটী দেখলাম। আমার মনে কিছু প্রশ্ন উদয় হয়েছে। মা সহ প্রায় ২০ জন আত্নীয় নিহত হওয়ার পর তারা কি ভাবে বিয়ের পিড়িতে বসতে পারে। আমাদের দেশে মুসলিম সমাজে ৪০ দিন শোক পালন করে।

প্রায় ১ মাস বাড়িতে শোকের মাতম চলে। আর এতো লাশের পতনের পর এই বিয়ে ও আনন্দের মানে কি? আমরা কি কয়েক ঘন্টার মধ্যেই সব ভুলে যেতে শিখেছি?? মাননীয় প্রধানমন্ত্রী এই বিয়ের দ্বায়িত্ব নিয়েছেন, বেশ ভালো কথা। এতো তারা হুড়ো করে বিয়ে করানো কেন। বড় বোন রত্নার বিয়ের তারিখ ছিলো এই মাসের ২৪ তারিখে। আর রুনার মাত্র পানচিনির অনুষ্ঠান হয়েছিলো।

এই দুই বোনের এতোগুলো আত্নীয়ের লাশের মিছিলের উপর এতো দ্রুত বিয়ের অনুষ্ঠান সত্যই বেদনা দায়ক। তাদের পুর্নবাসন করা যেতে পারতো প্রতিষ্ঠিত করার জন্য যা দরকার করা যেতে পারতো। তা না হয়ে সস্তা আবেগ দিয়ে বিয়ে ও রাজনৈতিক বাহবা কুরানো বিষাদ কে বাড়িয়ে দেয়। সিন্ধু সম যন্ত্রনা নিয়ে যারা বেচে আছে তাদের প্রতি রইলো এই অক্ষমের গভীর সমবেদনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.