সোমবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবন এলাকার আইনজীবীদের এনেক্স ভবনের কাছের সড়কে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পালিয়ে যাওয়া আসামির নাম মো. আজাদ (২৭)। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।
কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থানা থেকে মাইক্রোবাসে করে পাঁচ আসামিকে আদালতে নিয়ে যাওয়ার সময় পালিয়ে যায় আজাদ।
মাইক্রোবাসে চারজন কনস্টেবল ছিলেন জানিয়ে তিনি বলেন, গাড়ির দরজা খোলা থাকার সুযোগে আজাদ লাফিয়ে পালিয়ে যায়।
ওসি জানান, পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে চার কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
আজাদকে মোটর সাইকেল চুরির ঘটনায় রোববার সাতকানিয়া থেকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি নগরীর জহুর হকার্স মার্কেটের একটি কাপড়ের দোকানের কর্মচারী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।