আমার আমি......
যখন থেকে ফুটবল খেল দেখা ও বুঝা শুরু করি তখন থেকেই আমি আর্জেন্টিনার সমর্থক । ৯৮ এর কথা খুব বেশি মনে নাই । ২০০২ এ আর্জেন্টিনার পরবর্তি রাউন্ডে যাওয়ার জন্য সমীকরন ছিল আর্জেন্টিনাকে জিততে হবে এবং গোল ব্যাবধান ও বেশি থাকতে হবে । কিন্তু আর্জেন্টিনা প্রথমেই গোল খেয়েছিল, আমি এতই ক্রেজি সমর্থক ছিলাম যে টিভিতে লাথি মেরে ঘর থেকে বের হয়ে গেছিলাম । আর আমি ঐ খেলাটা দেখেছিলাম না, কিন্তু আর্জেন্টিনা যখন একটা গোল দিয়েছিল তা টের পেয়েছিলাম, যখন পুরো গ্রাম একসাথে চিৎকার করে উঠেছিল ।
২০০৬ সালে অনেক বেশি আশাবাদি ছিলাম এবং আর্জেন্টিনার খেলা দেখে মুগ্ধ ও ছিলাম । কিন্তু জার্মানির সাথে খেলাই মেসিকে কেন খেলানো হলো না.........এবং প্রশ্ন ছিল রেফারিং নিয়েও ।
এখন অনেকদিন পার হয়ে গেছে, আগের মত ক্রেজি আর নেই । কেমন যেন মিইয়ে গেছি । এখন নিজেকে অনেক এডাল্ট মনে হই ।
এখন ভাল খেলা দেখলেই আমি সেই খেলার সমর্থক হয়ে যাই । তাই আমার এখন অনেক প্রিয় প্লেয়ার আছে, ভাল লাগে অনেক দেশের খেলা দেখতেও । আগে যে ব্রাজিল এর নাম ও শুনতে পেতাম না, সেই দলের রোনালদিনহো'র আমি অনেক বড় ফ্যান । কিন্তু দুঙ্গার দলকে খুব বেশি ভাল লাগে না, কারন তাদের রোবটিক খেলার জন্য । এই দলের শুধু কাকা'র খেলা দেখতে ভাল লাগে ।
গত কয়েক বছর ধরে মেসি'র খেলা দেখে আমি ওর কঠিন ভক্তে পরিনিত হয়েছি এবং তাকে নিয়ে এবার ও সপ্ন দেখছি, জানি না সেটা সফল হবে কিনা । তবু আমি ভাল ফুটবল দেখার আশাই আছি । সেই ফুটবল খেলে যদি আর্জেন্টিনা বরাবরের মত বাদ পড়ে যায় তাতে দুঃখবোধ মনে হয় কমই থাকবে ।
ম্যারাডোনা বা আর্জেন্টিনার সমর্থক বাংলাদেশ এ বেশি কেন ? এই প্রশ্ন বিভিন্ন যায়গায় বেশি শুনতে হয়, আমি পুরো বাংলাদেশ এর হয়ে উত্তর দিতে পারবো না তবে আমার নিজের কথা জানি । আমি ম্যারাডোনা উত্তরসুরি একজন দর্শক, তাঁর খেলা ওয়েবসাইট এ এবং টিভি রিপ্লেতে দেখেছি এবং মুগ্ধ হয়েছি ।
আর ভেবেছি এভাবে একজন খেলে কিভাবে !!! আর আমার ভাল লাগে তাঁর আবেগকে । তাঁর নিজের দেশ এবং মানুষের প্রতি ভালবাসা, তাঁর প্রতি আমার ভালবাসা বাড়িয়ে দিয়েছে । আর আর্জেন্টিনার ভক্ত হয়েছি তাদের সুন্দর পাসিং ফুটবল দেখে । এবার বিশ্বকাপে আমি তেমনই একজন সুন্দর ফুটবলার রিকুয়েমেকে মিস্ করব ।
ভালবাসা বা পছন্দ একান্তই ব্যক্তিগত ব্যাপার, তাই এখন আর কারো সাথে বৃথা তর্ক করি না ।
ভালবাসার দলের প্রতি এবারো আছে শুভকামনা এবং আশা । দোয়া করবেন এবার যেন আশা নিরাশায় পরিনিত না হয় ।
এবার বিশ্বকাপ দেখতে বসব ভাল ফুটবল খেলা দেখার জন্য তাই সব দলের প্রতি রইল শুভকামনা ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।