কবি, সাংবাদিক, কলামিস্ট, আবৃত্তিশিল্পী, অভিনেতা ও লেখক
দিন ও রাতের অবরুদ্ধ ডানা আর গাঙপাড়ে নাবিকের গুণ টানা; চড়ায় আটকে গেলে ভালবাসা মৃত্যুর ভয় টাঙায় রোজনামচা..বয়স বেড়ে গেলেও জীবনকে নেড়ে দেখার সাহস চাগাড় দিয়ে ওঠে..অমনি তোমার চোখ দিয়ে গন্ধরাজের ঘ্রাণ ছোটে..রাতে কাঞ্চনজঙ্ঘা দিনে অন্নপূর্ণা.অরণ্যের দিনরাত্রিতে চড়ে তুমি সম্পূর্ণা; এ অভিযান বড় রসকষহীন..তবু অন্তরে তাপ বাড়ে ব্যথাবেদনাহীন; আশ্চর্য সত্য হলো আমি ভাবুক তুমি ভাবনায় লীন। রাজনীতি যেমন ছক কষে রাস্তা বাড়ায় আমার ইচ্ছার ফুল তোমার নেশায় ঘষে ঘষে আস্থা হারায়; কোনো হতাশায় নয়..কিন্তু ঘাসফুলের নট নড়নচড়ন এই বোধে ব্যাপ্ত হয়, জীবন যত দ্বৈত ছিল, দ্বিচারিত ছিল প্রচারিত ছিলনা ততটা তার ভুল, আমরা সাদাসিধে বৈষয়িক হতে হতে ছাপিয়ে দিই দুকুলে ভাসিয়ে দিই নিজেদের দাহ্য তৃণমূল..তখন কারো হেইয়ো নজর কাড়ে না, ব্যস্ততা কমায় না নিত্যদিনের আনাগোনা..
তবু বিচ্ছেদের ভয় কেনো এতো? আকাশ তো স্বপ্ন সারথি করে সব জাহাজের মতই জলে ভাসে, টলমল করে কাঁপে পোনামাছের মত, সারাদিন শাঁখের শব্দ অন্য শব্দ নানা শব্দ ভিন্ন শব্দ ইত্যাকার শব্দ দল বেধে ভিড় করে..পাড়ভাঙা হলে পাড়ের খোঁজ চলে এপার ওপার...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।