সাজাপ্রাপ্ত হারুন অর রশিদ (৩৫) উত্তরার একটি বাসার নিরাপত্তাকর্মী। তার বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দে।
সোমবার সকালে হারুনকে একবছরের কারদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক এএইচএম আনোয়ার পাশা।
আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল্লাহপুরে খন্দকার ফিলিং স্টেশনের সামনে এক নারীকে উত্ত্যক্ত করার সময় র্যাব-১ এর একটি টহল দল হারুনকে হাতেনাতে ধরে।
তার কাছ থেকে সেনাবাহিনী পোশাক পড়া ছবি উদ্ধার করা হয় বলে জানান তিনি।
“অপরাধ স্বীকার করায় হারুনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।