আমাদের কথা খুঁজে নিন

   

ইসির মডেল হলেন চিত্রনায়িকা শাবনূর-মৌসুমী



চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মত ভোটাররা ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেবে। এ জন্য ইসি বেছে নিয়েছে সিসিসির জামালখানের ২১ নং ওয়ার্ডকে। ইভিএমের মাধ্যমে কিভাবে ভোটাররা ভোট প্রদান করবে তা নিয়ে ইসি একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছে। ইভিএমের উপর নির্মিত এ প্রামাণ্যচিত্রে মডেল হয়েছেন চিত্রনায়িকা শাবনূর ও মৌসুমী। ইসি সূত্রে জানা যায়, আগামী ১৭ জুন অনুষ্ঠিত সিসিসি নির্বাচনে দেশে প্রথমবারের মত ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

আর এ জন্য ইসির পক্ষ থেকে জামালখানের ২১ নং ওয়ার্ডকে বেছে নেয়া হয়েছে। জামালখানের ২১ নং ওয়ার্ডের ১৪টি কেন্দ্রের ৮৯টি কক্ষে এ ব্যবস্থা থাকবে। যেখানে মোট ভোটার রয়েছে ২৫ হাজার ২শ ৩০ জন। ইলেকট্রনিক্স ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে কিভাবে ভোটার তার ভোট প্রদান করবেন তার উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করা হচ্ছে। যেখানে মডেল হয়েছেন চিত্রনায়িকা শাবনূর ও মৌসুমীসহ আরো কয়েকজন অভিনেতা।

এছাড়া আগামী ১১ ও ১২ জুন জামালখানের ২১ নং ওয়ার্ডের ভোট প্রদানের নিয়ম কানুনের উপর ১৪টি কেন্দ্রে ইভিএম মহড়া অনুষ্ঠিত হবে। ইলেকশন কমিশন (ইসি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহযোগিতায় এ ইলেকট্রনিক্স ভোটিং মেশিনটি (ইভিএম) তৈরি করেছে বলে জানা যায়। নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনগুলোতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। ইভিএম প্রযুক্তি ব্যবহার করলে খুব দ্রুত ভোট গণনা করা যায়। এতে ব্যালট বক্স, পেপার ছাপানোসহ বাড়তি খরচের প্রয়োজন নেই।

উল্লেখ্য, ইলেকশন কমিশন এর আগে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনে ধানমন্ডির ৪৯ নং ওয়ার্ডে প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু ডিসিসির নির্বাচন পেছানোর কারণে জামালখানের ২১ নং ওয়ার্ডেই দেশের প্রথম ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.