সিইসির অনুপস্থিতিতে ভোট তদারকির দায়িত্বে থাকা এই কমিশনার সোমবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর সাংবাদিকদের বলেন, “আল্লাহর কাছে শোকর, তেমন কোনো মৃত্যু-অপমৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। কেন্দ্রগুলো বন্ধ না হলে ভালো হত। ”
চতুর্থ ধাপ পর্যন্ত ক্রমান্বয়ে সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে একই ধরনের শঙ্কা নিয়ে পঞ্চম পর্বের ভোটগ্রহণ হয়।
এই পর্বে ৭৩ উপজেলায় ভোটে কেন্দ্র দখল করে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে বিএনপির অভিযোগ। তবে ইসি ‘সামান্য’ গোলযোগের কথা স্বীকার করেছে।
সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে নির্বাচন কমিশনার মোবারক বলেন, “সামান্য গোলযোগ না হলে ভালো হত।
“যেসব নির্বাচনের গেজেট প্রকাশ হচ্ছে, তা অফিসিয়ালি সুষ্ঠু হচ্ছে। ফলের গেজেটে কেউ সংক্ষুব্ধ হলে ট্রাইব্যুনালে যেতে পারবে। ত্রুটি থাকলে প্রতিকার পাবেন, ইসি যা করছে, তা চূড়ান্ত নয়। ”
ইসি জানিয়েছে, গোলযোগের কারণে ৫ উপজেলার ১৯টি কেন্দ্রের ভোট স্থগিত করতে হয়েছে।
ফেনীর ছাগলনাইয়া, টাঙ্গাইলের ঘাটাইল, বরগুনার আমতলী, নারায়ণগঞ্জের সোনারগাঁও ও নরসিংদী সদর উপজেলায় এসব কেন্দ্রে অনিয়ম, দখল ও জালভোটের অভিযোগ ওঠে।
স্থানীয় সরকারের এই নির্বাচনে সংঘাতের জন্য রাজনৈতিক দলগুলোর মরিয়া হয়ে জয়ের চেষ্টাকে দায়ী করে আসছে ইসি।
দলীয়ভাবে নির্বাচন করতে চাইলে রাজনৈতিক দলগুলোকেই স্থানীয় সরকারের আইন সংশোধনের অনুরোধ জানান এ নির্বাচন কমিশনার।
ভালো নির্বাচনের জন্য সব সময়ই আল্লাহর কাছে প্রার্থনা করেন বলে জানান আবদুল মোবারক।
“আল্লাহর নাম বেশি বেশি নিই, তা কেউ কেউ তীর্যক আকারে প্রকাশ করেছেন।
আল্লাহর ওপর আমাদের আস্থা দৃঢ়, প্রার্থনা করতেই থাকব। ”
নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, “যে যাই বলুক, ব্যক্তিগতভাবে আমি প্রথমেই মুসলমান, দৃঢ়ভাবে একজন বাঙালি, আমি একজন মুক্তিযোদ্ধা এবং অসাম্প্রদায়িক মানুষ। এর কোনোটাতে কম্প্রোমাইজ নেই। ”
পঞ্চম পর্বের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সামনে আসতে চাননি খালেদা জিয়াকে নিয়ে মন্তব্যের জন্য বিএনপির সমালোচনার মধ্যে পড়া আবদুল মোবারক। ইসি ছেড়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের অনুরোধে মিডিয়া সেন্টারে আসেন তিনি।
ফাইল ছবি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।