মাটি
ইসরায়েল নেভি আন্তজাতিক জলসীমায় ফ্রিডম ফ্লোটীলা ত্রানবাহী জাহাজে আক্রমন করে ১৯/২০ জন কে হত্যা ও ৩০ জনের বেশি মানুষকে আহত করেছে।
এখানে কয়েকটা বড় ব্যাপার আছেঃ
১। আন্তজাতিক জলসীমা
২। ত্রানবাহী জাহাজ
৩। হত্যা
আন্তজাতিক জলসীমা না হয়ে ইস্রায়েলি জলসীমা হলে একটা কথা হতো তাই এইটা পরিস্কার আন্তজাতিক রাস্ট্রীয় অপরাধ।
রাস্ট্রীয় অপরাধ এই জন্য যে এটা ওদের ইউনিফরম পরা রেগুলার সেনাবাহিনী করছে, কোনো গুপ্ত হত্যা বা মোসাদ দিয়ে করানো হত্যা নয় এটা।
ত্রানবাহী জাহাযে আক্রমন করছে,কোনো অস্ত্রবাহী জাহাজে নয়।
আর হত্যা করেছে যেখানে তারা আটক করতে পারতো। তার মানে তাদের স্পধা এতোই বেড়েছে যে তারা আন্তজাতিক আইনের পরোয়া করছে না বা অন্য
কোনো শক্তির ভয়ও করছে না।
এখন এইখেত্রে আমাদের প্রতিক্রিয়া কি বা কতটুকু?
আমাদের প্রতিক্রিয়া দেখার বা বুঝার উপায় কি?
রাষ্ট্রিয় প্রতিক্রিয়া হিসাবে আমরা যেটা করতে পারতাম যে জাতিসঙ্ঘে(বা যেখানে পাঠানো উচিত সেখানে) নিন্দা প্রস্তাব পাঠানো।
যদিও এটা হাস্যকর এবং এইগুলা জানার পরেও ইস্রায়েল এমন সন্ত্রাসী কাজ করেছে তার পরেও এটার দরকার আছে যে আমরা মানসিক ভাবে মুক্ত
হতে পারব যে আমরা নিন্দা জানিয়েছি।
আমাদের সরকার এটা করেছে কি না আমার জানা নাই।
সামাজিক ভাবে যেটা করা হয় জুমা নামজের পরে বায়তুল মোকাররম মসজিদের সামনে কিছু পতাকা পোড়ানো হয় এবং কিছু রাজাকার
বা বিতরকিত ব্যাক্তিদের অপব্যাবহারের কারনে এটা গুরুত্ত হারিয়েছে তারপরেও আমাদের সামাজিক প্রতিক্রিয়া জানানোর একটা প্লাটফরম দরকার।
বিদেশী মিডিয়াতে এগুলা আসে বাংলাদেশ, অন্যতম মুসলিম দেশের প্রতিক্রিয়া হিসেবে।
মিডিয়াতে তেমন কোনো প্রতিক্রিয়া নাই, বুদ্ধিজিবীদের কোনো কলাম নাই।
কেনো নাই?
এরা দালাল বলে? আংশিক সত্য কিন্তু মুল ব্যাপার হলো আমরা চাই না বলে । আমরা এরকম লেখার চাইতে বম্বে ফিল্ম স্টার এর স্ক্যান্ডাল, মেসি,কাকা এদের খবর বেশি
পছন্দ করি। পেপার এর ব্যাবসা হলো যে নিউজ বেশি চলবে ওরা সেইটা ছাপাতে বাধ্য।
আর ওরা চাইলে বেশ্যা বুদ্ধীজীবিদের দিয়ে যা লেখাতে চায় অনেক সুন্দর করে সেটা লিখিয়ে নিতে পারবে।
এবার আসি ব্যাক্তিগত প্রতিক্রিয়ার ব্যাপারে।
অনেকেই হয়ত ব্যাপারটায় মরমাহত। কিন্তু প্রতিক্রিয়া বুঝার উপায় নাই।
খাচ্ছি দাচ্ছি ফেসবু্ক, সামু, ব্রাজিল, আরজেন্টিনা সবকিছুই চলছে ভালই,উই আর হ্যাপি নেশন।
আমাদের যে কোনো প্রতিক্রিয়া নাই এটা বুঝা যাবে আমাদের ফেসবুকের স্ট্যাটাস দেখে, সামুতে এই টপিক এ পোস্ট এর পরিমান দেখে।
কতো তুচ্ছ বিষয় নিয়ে কতো ঝড় তুলতে পারি কিন্তু এ ব্যাপারে আমরা নিরব।
কেনো প্রতিক্রিয়া দেখাবো বা লাভ কি?
এক্ষেত্রে প্রথমে দেখি আমার পরিচয় কি।
বাঙ্গালি, বাংলাদেশি, মুসলমান, গ্লোবাল সিটিজেন।
একেকজন একেক পরিচয়কে প্রাধান্য দেয় কিন্তু আমরা সবাই এই পরিচয় গুলার মধ্যেই পরি।
মুসলমান পরিচয় ধরি যদি তাহলে ব্যাপারটা কি এমন নয় যে ৭১ এ পাকিস্তানিরা বাঙ্গালিদের মারছে আর আপনি নিউইয়রকে বসে
চা খাচ্ছেন আর পেপার এর পাতা উল্টাচ্ছেন বাংলাদেশের খবর দেখলেন, তারপরে পরের পাতায় দেখছেন ফিল্মের খবর, পরের পাতায় খেলার খবর তারপরে উঠে
নিরবিকার কাজে চলে গেলেন। আমরা কি ওই লোকের মতোই আচরন করছি না?
আমি যেমন মুক্তিযুদ্ধের চেতনা ধারন করি, বাংলাদেশি চেতনা ধারন করি তেমনি মুসল্মান চেতনাও ধারন করি।
এসব চেতনা শুধু রাজনীতি করা , কলাম লেখা আর ব্যাবসা করার জন্য নয়।
লাভ কি?
আমরা মানসিক ভাবে ভালো লাগা পাবো, দূর দেশের মানুষের ভালবাসা পাবো যেমন আমরা বোধ করি George Harrison এর ৭১ এ Concert For Bangladesh করার জন্য, সেলফ স্যাটিস্ফ্যাক্সন পাবো।
আমরা যখন এরকম প্রতিবাদ করতে থাকব আমদের সরকার তখন বুঝবে পাবলিক কি চায়। সরকার ভাল হতে থাকবে। ভালো সরকার আকাশ থেকে আসবেনা।
সবাই ভালো থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।