সিরীয় বিদ্রোহী ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন। হামলার বিষয়টি স্বীকার করেনি ইসরায়েলি সরকার।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রশাসনের অজ্ঞাত এক কর্মকর্তাকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ওই সামরিক ঘাঁটি থেকে লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়াদের ক্ষেপণাস্ত্র সরবার করা হচ্ছে এমন সন্দেহের বশবর্তী হয়ে ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র লক্ষ করে হামলাটি চালানো হয়।
সিরিয়ার বিমান বাহিনীর গোয়েন্দা সংস্থা থেকে পক্ষত্যাগী লাতাকিয়া এলাকার সঙ্গে যোগাযোগ আছে এমন এক সরকারবিরোধী সূত্র জানিয়েছে, লাতাকিয়ার আইন শিকাক গ্রামের কাছের ওই ঘাঁটিতে সিরিয়ার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা চালিয়েছে ইসরায়েল।
রুশ নির্মিত এই ক্ষেপণাস্ত্রগুলি প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর অন্যতম বলে জানিয়েছেন আফাক আহমদ নামের সাবেক এই সরকারি কর্মকর্তা।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, “এই বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না। ”
এর আগে চলতি বছরে সিরিয়ায় ইসরায়েলের চালানো পূর্ববর্তী অন্তত তিনটি হামলার বিষয়েও ইসরায়েলি সরকার প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, তিনি মনে করেন, বাস্তবিকই ইসরায়েল এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তিনি পুরোপুরি নিশ্চিত নন বলে দাবি করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, লেবাননের হিজবুল্লা গেরিলাদের জন্য পাঠানো রুশ ক্ষেপণাস্ত্রের একটি চালান ধ্বংস করাই ছিল এ হামলার লক্ষ।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের এই বন্দর শহরের একটি বড় অংশ সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
এ হামলার খবর সত্য হলে এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালালো ইসরায়েল।
ইসরায়েল বরাবরই বলে আসছে, সিরিয়া সরকার হিজবুল্লাহর মতো ইসরায়েলের শত্রু গেরিলা দলগুলোকে অস্ত্র যোগাতে চাইলে তারা চুপ থাকবে না।
বিবিসি লিখেছে, বৃহস্পতিবার দিনভর এ হামলার বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা চললেও ইসরায়েল বা সিরিয়া এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় সরকারবিরোধী মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লাতাকিয়ার দক্ষিণে ভূমধ্যসাগরের উপকূলের জাবলেহের কাছে একটি সিরীয় আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে বুধাবার রাতে বিস্ফোরণ ঘটেছে।
লেবানন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার ছয়টি ইসরায়েলি জঙ্গি বিমান লেবাননের ওপর দিয়ে উড়ে গেছে।
জানুয়ারিতে সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে এক অস্ত্র গুদামে হামলা চালিয়েছিল ইসরায়েল। এরপর মে’তে লাতাকিয়ার কাছে নৌবাহিনীর স্থাপনার ওপর দুবার হামলা চালিয়েছিল দেশটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।