আমাদের কথা খুঁজে নিন

   

ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশেই হামাস নেতা খুন: টাইমস



ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশেই দুবাইয়ে খুন হন হামাস নেতা মাহমুদ আল মাবহু। টাইমস অনলাইন পত্রিকার রিপোর্টে এ দাবি করা হয়েছে। টাইমস অনলাইন পত্রিকার রিপোর্টে বলা হয়, জানুয়ারি মাসের গোড়ার দিকে নেতানিয়াহু তেলআবিবে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সদর দফতরে যান এবং হামাস নেতাকে হত্যার প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।হামাস নেতা মাহমুদ আল মাবহু দুবাই সফরে আসবেন বলে খবর পাওয়ার পর মোসাদের মূল পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়। এর আগেই ঘাতক বাহিনী তেলআবিবের একটি হোটেলে হত্যাকাণ্ডের রিহার্সেল দেয়। এরপর গত ২০ জানুয়ারি হামাস নেতা দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলে গুপ্তহত্যার শিকার হন। কিন্তু দুবাইয়ের বিমানবন্দর, বিভিন্ন শপিং মল ও সংশ্লিষ্ট হোটেলে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হত্যা পরিকল্পনা বাস্তবায়নের সবগুলো ধাপ এবং হত্যার কাজে অংশগ্রহণকারী ১১ ব্যক্তিকে দুবাই পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল বিশ্বের ১৮৮টি দেশে ওই ১১ ব্যক্তিকে গ্রেফতারের জন্য রেড নোটিস পাঠায়। দুবাই পুলিশ প্রধান বলেছেন, হামাস নেতাকে হত্যার ঘটনায় মোসাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হতে পারলে তারা মোসাদ প্রধানের পাশাপাশি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.