আমাদের কথা খুঁজে নিন

   

ইসরায়েলি নেটওয়ার্কে শঙ্কিত যুক্তরাষ্ট্র

ইসরায়েলের সিসকো ডিজিটাল পরিকল্পনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান। প্রযুক্তিবিষয়ক সাইট ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল তাদের রাষ্ট্রকে সিসকো সিস্টেম ইনকর্পোরেটের সহায়তায় সুপার-ফাস্ট ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল করার পরিকল্পনা করেছে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান জানিয়েছেন, সতর্কতা অবলম্বন না করলে দুটি দেশের এ ডিজিটাল আধুনিকায়নে নিরাপত্তার বিষয়ে ছাড় দিতে হতে পারে।
জাতীয় নিরাপত্তা এবং নতুন প্রবর্তিত প্রযুক্তির ক্ষেত্রে একটি সমতা রক্ষা করা প্রয়োজন বলে মনে করেন ওয়াশিংটনভিত্তিক সাইবার সিকিউরিটি ফোরাম ইনিশিয়েটিভের (সিএসএফআই) প্রধান নির্বাহী কর্মকর্তা পল ডি সুজা।
তথ্যপ্রযুক্তি, সামরিক ও শিল্প বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা পরামর্শক হিসেবে কাজ করে সিএসএফআই।
সিএসএফআই এক বিবৃতিতে জানিয়েছে, অন্য আরেকটি দেশকে সর্বোচ্চ মাত্রার নতুন প্রযুক্তি দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা নিয়ে সরকারের সমঝোতা করা উচিত নয়। সিসকো ডিজিটালের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইসরায়েল বিশ্বে প্রথম ফাইবার অপটিক নেটওয়ার্কভিত্তিক ডিজিটাল রাষ্ট্র হিসেবে জায়গা করে নেবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.