আমাদের কথা খুঁজে নিন

   

আলোকিত মানুষ...............

এই বেশ ভালো আছি......

আজ দুপুরে এন টিভি তে একটা অনুষ্ঠান দেখছিলাম........অনুষ্ঠান টা দেখার পর মনটা খুব খারাপ হয়ে গেল। একজন আলোকিত মানুষ ''পলান সরকার'' কে দেখলাম। উনার বাড়ী নাটোর। পেশা বই বিতরণ। উনি নিজের টাকায় বই কিনে গ্রামে গ্রামে বিতরণ করেন।

বই পড়ার জন্য মানুষ কে উৎসাহ দেন। বিতরণ করা বই পড়ার জন্য বেধে দেন একটা নির্দিষ্ট সময়। পড়া শেষে আবার বই ফেরত নেন এবং অন্য পাঠককে আবার সেই বই দেন। এভাবে ''পলান সরকার'' অনেক বই আশেপাশের বিভিন্ন গ্রামে গ্রামে বিতরন করেন। মুক্তিযুদ্ধের বই, বাংলাদেশের ইতিহাসের বই, ছোট বাচ্চাদের জন্য বই, বাংলাদেশের বিভিন্ন লেখকের গল্পের বই - পলান সরকারের সংগ্রহে আছে।

কথা প্রসঙ্গে, উনি আজ এন টিভি তে উপস্থাপিকার এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন এভাবে...... সিজার/চাকু- যেটাই হোক এই জিনিস গুলো যদি একজন ডাক্তার ও একজন ছিনতাইকারীর হাতে দেয়া হয় তা হলে কি হবে বা কি হতে পারে। ডাক্তার এই সব দিয়ে অপারেশন করতে পারেন, রোগী ভালো করতে পারেন। অন্য দিকে যে ছিনতাইকারী সে এই সব দিয়ে ছিনতাই করতে পারে, মানুষ কে জখম করতে পারে। ........ঠিক তেমনি করে, একজন শিক্ষিত লোক তার শিক্ষা দিয়ে ভালো কাজ করতে পারে আবার সে তার শিক্ষা দিয়ে খারাপ কাজ ও করতে পারে.........কথাটা ''পলান সরকার এর, তবে কম বেশী এ কথাটা আমরা সবাই জানি। আমরা যারা ফেইসবুক ব্যবহার করি সবাই জানি এর যথাযথ ব্যবহার।

আমরা ফেইসবুক এ উল্টাপাল্টা কিছু কাজ করে আমাদের দেশটাকে পৃথিবীর সবার কাছে কেন আরেকবার খারাপ ভাবে উপস্থাপন করছি? কেন? ''পলান সরকার'' এর কখাটা ধরে বলতে হচ্ছে, আসুন সবাই ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে- নিজের জন্য, বাবা-মা'র জন্য, আত্নীয়-স্বজন দের জন্য, বন্ধু-বান্ধব দের জন্য এবং সর্বপরী দেশের সবার জন্য ভালো কিছু করি, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই সামনের দিকে। তাহলে একদিন হয়তোবা পৃথীবির সবাই বাংলাদেশের প্রসংশা করবে এবং আমরা বাঙ্গালী'রা আমাদের বাংলাদেশ কে নিয়ে গর্ব করতে পারবো আরো অনেক বেশী। ফেইসবুকে অশালীন কার্যকলাপ থেকে বিরত খাকুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।