সুন্দরের দূরত্ব কখনো হয় না ক্ষয়, কাছে না পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয় ।
আসমানে চাঁদের আলো, সেও এসে জলে মিশিল
ঢুলতে ঢুলতে চলে গেল অকুল পাড়,
সামনে এসে দাড়াল অন্ধকার।
আমাবস্যার আধারে চেপে গেল ঝোসনার ভার,
তবু পাড়ি দিতে হবে এ অন্ধকার
তবেই মিলিবে সার, আলোকিত ঝোসনার ভার,
সুঃখের মাঝে দুঃখের বসত, দুঃখের মাঝে সুঃখ
হারিয়ে কূল খোজে যে জন, সে জনাতেই মিলে তখন
অসীম অন্তীম সুঃখ।
সুঃখ,সুঃখ,সুঃখ... সুঃখের খোঁজে অচেতন মানব
দুঃখের বীজ বুনে... ... ...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।