সাজু প্রাণপণ দৌড়াচ্ছে পঞ্চম চক্কর শেষ করার জন্য। আজ সে নিয়ত করেছে যতক্ষন না সাতবার এই বিশাল মাঠ চক্কর দিয়েছে ততক্ষন দৌড়াতেই থাকবে। সাজুর মন অসংখ্য সমধানহীন প্রশ্ন বিগত দুই বছর ধরে ক্ষত-বিক্ষত করে চলছে। কেউ তার উত্তর দিতে পারেনা। সে তার পাড়ার স্হানীয় রাজনৈতিক নেতার চাঁদাবাজের নগ্ন রূপ দেখেছে। এই পাড়ায় কেউ বাসায় রং করাতে হলে অথবা বাসায় পুরাতন দরজা-জানালা পাল্টিয়ে নতুন দরজা-জানালা লাগাতে হলে বাসায় যেকোন ধরনের বৈদ্যুতিক কাজ করাতে হলে অথবা নতুন বাড়ি তৈরীর কাজ তাকে ঠিকাদারী না দিলে তিনি তার বাহিনী নিয়ে এসে কাজ বন্ধ করে দেন বেশ মোটা অংকের চাঁদা না পাওয়া পর্যন্ত।
এরকম একটা জঘন্য চরিত্রের অধিকারীর ব্যক্তির সাথে রাজনৈতিক দলে যোগ দানের আহবান সাজুর গত সপ্তাহের ঘুমকে হারাম করে দিয়েছে। তাই আজ সে পণ করেছে তার মনের শত ধিক্কার তা সাত চক্কর দৌড়ে প্রকাশ করবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।