অন্ধকার দূরিকরনে আমরা কতই না কি করে ফিরি,সন্ধ্যা নেমে আসার সাথেই আমরাও মাতি আলোকরনের আয়োজনে ।সে কতই না আলোকসজ্জা আর আলোকিত করার চেস্টা, সেই আলর ঝিলিক আর বাহার দেখে চোখ তাতিইয়ে ওঠে ।কত যে অর্থ ব্যয় করি তার হিসেব নেই ,তবু এই ব্যয়ের পর কালো ঘুঁচে আলো আসে এটাই পরম প্রাপ্তি ।
কিন্তু হায় মনেরই অজান্তে কতই না কালো লালন করে চলেছি মনের গহীণে ,সে কী ভীষণ কালোর পরত মে চলেছে দিনের পর দিন ,আর ভারী হচ্ছে তা দিনে দিনে। সে কালোর পরত সরাতে বিন্দু মাত্র ও ভ্রুক্ষেপ করছি না আমরা, সবাই সদা ব্যস্ত যেন বাহিরটাকে আলোকিত করতে।
একটু আত্মকখনন আর আত্মশুদ্ধি দিয়েই যে সেই অন্তরের কালো মুছে ফেলা যায় তা দূর করতেই যেন রাজ্যের ক্লান্তি আর আলস্য; অথচ ভাবনার বিষয় হল অন্তরে কালো ধরে বাহিরটা আলোয় ভরলে কি তাকে আলোকিত বলা উচিত হবে ? হবে কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।